Apan Desh | আপন দেশ

দিনাজপুরে পেঁয়াজের কেজি ৫০ টাকা 

দিনাজপুর প্রতিনিধি 

প্রকাশিত: ১২:২০, ১৯ মার্চ ২০২৪

দিনাজপুরে পেঁয়াজের কেজি ৫০ টাকা 

ছবি: আপন দেশ

আড়তগুলোতে পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। ফল কমতে শুরু করেছে দাম। দিনাজপুরের হিলিতে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। আর ভারত থেকে আমদানি শুরু হলে ২০-৩০ টাকা কেজিতে বিক্রি হবে। এখন কেজিপ্রতি ২০-২৫ টাকা লোকসান গুনতে হচ্ছে পাইকারি ও খুচরা বিক্রেতারদের। এদিকে পেঁয়াজের দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতারা। 

মঙ্গলবার (১৯ মার্চ) বাজার ঘুরে দেখা যায়, তিন দিন আগেও দেশি পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এখন সেই পেঁয়াজ কেজিতে ২০ টাকা কমে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

ভারত রফতানি বন্ধের ঘোষণা দেয়ার পর থেকেই দিনাজপুরে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে যায়। তবে হঠাৎ পাঁচ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমে অর্ধেকে নেমে এসেছে। ভারত থেকে আমদানি শুরু হলে ২০-৩০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন>> দিনাজপুরে স্কুলছাত্রীকে যৌন হয়রানি, যুবক গ্রেফতার

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, এ বছর অন্যান্য রমজান মাসের চেয়ে পেঁয়াজের দাম অনেক কমে গেছে। রমজান মাসে পেঁয়াজ অনেক দরকারি পণ্য। দুই সপ্তাহ আগেও ৯০ থেকে ১০০ টাকা কেজি হিসেবে পেঁয়াজ কিনেছিলাম। ৫০ টাকা কেজি হওয়ায় আজ পাঁচ কেজি কিনলাম।

হিলি বাজারে পেঁয়াজের পাইকারি ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, বর্তমান কেজিপ্রতি পেঁয়াজে ২০ টাকা লোকসান হচ্ছে। গত দুই দিন আগে ৭০ টাকা কেজি হিসেবে মোকাম থেকে পেঁয়াজ পাইকারি কিনে এনেছি। আজ সেই পেঁয়াজ ৫০ টাকা কেজি হিসেবে পাইকারি বিক্রি করছি।

আপন দেশ/টিসিআর/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়