ছবি: সংগৃহীত
প্রথম দেখায় মনে হতে পারে জরাজীর্ণ ফুলের বাগান। তবে অবিশ্বাস্য হলেও সত্যি ফরিদপুর জেনারেল হাসপাতালটির অভ্যন্তরে প্রকাশ্যেই এভাবে বেড়ে উঠেছে কয়েকশ’ গাঁজার গাছ। রীতিমতো গাঁজার বাগানে পরিণত হয়েছে। সপ্তাহ কিংবা মাস নয়, বছরের পর বছর ধরে এভাবেই বেড়ে উঠেছে হাসপাতাল চত্বরে।
১০০ বছরের প্রাচীন এ হাসপাতালটি গত কয়েক বছর ধরে নানা সমস্যায় ধুঁকছে। তারপরও জেলা সদরের এ হাসপাতালটিতেই রয়েছে রোগীদের ভিড়। এখানে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন কয়েকশ রোগী। চিকিৎসকরা হিমশিম খান রোগীদের সেবা দিতে। হয়তো এ কারণেই কর্তৃপক্ষের ভালোভাবে নজর দেয়ার ফুরসৎও মিলছে না হাসপাতালের দিকে। আর এ কারণেই হয়তো হাসপাতালের অভ্যন্তরে চলাচলের রাস্তার পাশেই গড়ে উঠেছে একের পর এক গাঁজার গাছ।
সরেজমিনে দেখা যায়, ফরিদপুর সদর জেনারেল হাসপাতালের উত্তর দিকে স্টাফ কোয়ার্টারের পথের দুই ধারে এবং হাসপাতাল থেকে মসজিদে যেতে পথের ধারে প্রকাশ্যে শত শত গাঁজার গাছের বেড়ে উঠেছে।
হাসপাতালের স্টাফ কোয়ার্টারের বাসিন্দারা জানালেন, প্রায় চার-পাঁচ বছর ধরে এ গাঁজার গাছগুলো বেড়ে উঠেছে। আগে আরও ছিল। অনেক গাছ কেটে তারা পরিষ্কার করেছেন। তারপর আবারও হয়েছে। সবার সামনেই বেড়ে উঠেছে। কিছু ছেলেপুলে এগুলো ছিঁড়ে নিয়ে রস করে খায় বলে তাদের জানিয়েছে।
আরও পড়ুন>> কবর থেকে ১৭ কঙ্কাল উধাও
এ ব্যাপারে ফরিদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গনেশ কুমার আগরওয়ালা বলেন, গাঁজার গাছ কেমন হয় তাও আমার জানা নেই। তবে দেখে যদি সত্যতা পাওয়া যায় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ফরিদপুর কার্যালয়ের উপ-পরিচালক শামীম হোসেন বলেন, সংবাদ পাওয়ার পর নিজে হাসপাতাল চত্বরে গিয়েছিলাম। গাছগুলো দেখেছি, পরীক্ষা নিরীক্ষা করা ছাড়া আসলে কী গাছ বলা কঠিন। গাছগুলো ছোট এ কারণে সঠিক বলা যাচ্ছে না। তবে ভাং গাছও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. সিদ্দিকুর রহমান জানান, বিষয়টি আমার জানা নেই। তাছাড়া আমি গাঁজার গাছ জীবনে দেখিনি। গাছগুলো কাটার জন্য বলা হয়েছে। মাঝে-মধ্যেই গাছগুলো কাটা হয়। আবার এমনিতেই গজিয়ে যায়। সময়মতো লেবার না পাওয়ায় এবার কাটতে দেরি হয়েছে।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।