Apan Desh | আপন দেশ

মেঘনা নদীতে নিহত বেড়ে ৩, নিখোঁজ ৮

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৯, ২৩ মার্চ ২০২৪

মেঘনা নদীতে নিহত বেড়ে ৩, নিখোঁজ ৮

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে পর্যটকবাহী নৌকাডুবিতে আরও দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে তিনজনের মরদেহ পাওয়া গেল। শনিবার (২৩ মার্চ) দুপুরে মরদেহ দুটি পাওয়া যায়। ভৈরব হাইওয়ে পুলিশের এক কনস্টেবল, তার স্ত্রী ও দুই সন্তানসহ আটজন এখনো নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিন মাঝিকে আটক করেছে নৌপুলিশ।

এর আগে, শুক্রবার (২২ মার্চ) বিকেলে ২১ দর্শনার্থী ট্রলারটিতে করে মেঘনা নদীতে ঘুরতে বের হন। সন্ধ্যার দিকে একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা জীবিত ১২ জন এবং অজ্ঞাত এক মহিলার মরদেহ উদ্ধার করেন।

ভৈরব ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক রাজন বিষয়টি নিশ্চিত করেন। 

নিখোঁজ যাত্রীরা হলেন ভৈরব হাইওয়ে পুলিশের কনস্টেবল মো. সোহেল রানা (৩০), তার স্ত্রী মৌসুমি (২৫), মেয়ে মাহমুদা (৭), ছেলে রাইসুল ইসলাম (৫), ভৈরবের আমলাপাড়া এলাকার আরাদ্ধা দে (১১), কটিয়াদী উপজেলার মানিকখালী এলাকার বেনন দে (৫৫), নরসিংদী জেলার বেলাবো উপজেলার দড়িকান্দি এলাকার আনিকা আক্তার (১৯) ও অজ্ঞাতপরিচয় এক নারী (৩৫)।

আরও পড়ুন>> নাইজেরিয়ায় বিয়ের যাত্রীবাহী নৌকা ডুবে শতাধিক মৃত্যু

এর আগে, ট্রলারের মাঝি নাহিদ জানান, ইফতারের কিছুক্ষণ আগে আশুগঞ্জ চর থেকে ২১ যাত্রী নিয়ে ভৈরব ঘাটে কাছাকাছি আসতেই পেছন থেকে বালুবাহী একটি বাল্কহেড ধাক্কা দিলে পর্যটকবাহী নৌকাটি ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন আটজন। 

এ বিষয়ে ভৈরব নৌ থানার ওসি মনিরুজ্জামান জানান, নৌপুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে অভিযান চালাচ্ছে।

ভৈরব ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক রাজন জানান, এখনো আটজন নিখোঁজ রয়েছেন। রাত হয়ে যাওয়ায় উদ্ধারকাজ স্থগিত করা হয়েছে। কিশোরগঞ্জ থেকে ডুবুরিদল এসে পুনরায় উদ্ধার কাজ শুরু করেছেন।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়