প্রতীকী ছবি
মুন্সীগঞ্জের গজারিয়ায় হোসেন্দী এলাকায় সুপার বোর্ড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রোববার (২৪ মার্চ) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কহিনূর আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাচ্ছি। ওখানে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। পাশাপাশি উপজেলা প্রশাসনও ঘটনাস্থলে রয়েছে। বোর্ড কারখানা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। তবে মেঘনা নদীর কিনারায় হওয়ায় সেখান থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম জানান, গজারিয়ার জামালদি এলাকার কারখানাটিতে তাদের প্রথম ইউনিট পৌঁছায় ১টা ২২ মিনিটে। একে একে ছয় গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পরে আরও চার ইউনিট তাদের সঙ্গে দেয়।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।