ফাইল ছবি
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ঘোড়ার লাথি মারাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। এ ঘটনার পর দুই পক্ষের ছয়জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১ এপ্রিল) মধ্যরাতে উপজেলার থলেরবন্দ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন– আশিক আলী গ্রুপের নুর মোহাম্মদ (২২) এবং শের আলীর পক্ষের আব্দুল আওয়াল (৫৫)।
স্থানীয়রা জানায়, সোমবার রাত ৯টার দিকে আশিক মিয়ার বাড়ির সামনে শের আলী গৃহপালিত ঘোড়া বেঁধে রাখেন। ঘোড়া আশিক মিয়ার ছেলে ফরিদকে লাথি দেয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রাত ১২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে আশিক আলীর পক্ষের নূর মোহাম্মদ ও শের আলীর পক্ষের আব্দুল আউয়াল গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নূর মোহাম্মদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে আহত আব্দুল আউয়ালের মৃত্যু হয়। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জনা যায়, শের আলীর ঘোড়ার লাথিতে আহত হয় আশিক মিয়ার ছেলে ফরিদ। এরপর বাড়ির সামনে ঘোড়া বেঁধে রাখার কারণ জানতে চান আশিক আলীর ভাই সাহার আলী। অভিযোগ উঠেছে, এ নিয়ে শের আলীর লোকজন সাহার আলীকে মারধর করেন।
এ ঘটনার জেরে সেহরির আগে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এতে উভয়পক্ষের দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির আহমদ বলেন, ‘সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছেন। আমরা দু’পক্ষের ছয়জনকে আটক করেছি। ঘটনার বিষয়টি তদন্ত করে দেখছি।’
ওসি আরও বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।