আপন দেশ-এর ফাইল ছবি
ঝালকাঠির একটি পাঞ্জেখানা মসজিদ থেকে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কৃষকের নাম দেলোয়ার হোসেন। শনিবার (৬ এপ্রিল) রাতে কাঁঠালিয়া উপজেলার মরিচবুনিয়া গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত দেলোয়ার হোসেন ওই গ্রামের মৃত্যু মকবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় মরিচবুনিয়া বাজারে ইফতার করে বাড়ীতে যায় দেলোয়ার হোসেন। কাউকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে যায়। স্বজনদের ধারনা তিনি নামাজ পড়তে গেছেন। রাত গভীর হলে দেলোয়ার হোসেন ঘরে ফিরে না আসায় স্বজনরা খুজতে বের হয়। বাড়ীর সামনের মসজিদে গিয়ে আড়ার সঙ্গে ঝুলতে দেখে স্বজনরা। উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আপন দেশ/এমআই/ এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।