Apan Desh | আপন দেশ

হিটস্ট্রোকে ট্রাফিক পরিদর্শকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৬, ২৫ এপ্রিল ২০২৪

হিটস্ট্রোকে ট্রাফিক পরিদর্শকের মৃত্যু

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে হিটস্ট্রোকে ট্রাফিক পুলিশের পরিদর্শকের মৃত্যু হয়েছে। তার নাম রুহুল আমিন (৪২)। তিনি যশোর জেলার শার্শা উপজেলার কোরবান আলীর ছেলে। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আল-আকসা মহল বিষয়টি নিশ্চিত করেছেন। 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে সোনামসজিদ পানামা পোর্টের ভেতর দায়িত্ব ছিলেন রুহুল আমিন। এ সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েন । পরে সহকর্মীরা দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক আল-আকসা মহল জানান, মৃত অবস্থায় রুহুল আমিনকে হাসপাতালে আনা হয়। পরবর্তীতে ইসিজি করে দেখা গেছে তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন। মরদেহ হাসপাতালে রয়েছে।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, স্থলবন্দরে দায়িত্ব পালন করতে গিয়ে অতিরিক্ত গরমে তার মৃত্যু হয়েছে। আইনি প্র্রক্রিয় শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়