ছবি: সংগৃহীত
চলমান দাবদাহে অতিরিক্ত তাপমাত্রায় রেললাইন বেঁকে গেছে। ঘটনাটি ঢাকা-চট্টগ্রাম রেলরুটের পূবাইলের আড়িখোলা এলাকার। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ১টায় বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। দ্রুত রেললাইন মেরামত করায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ওই রুটে চলাচলকারী ট্রেন।
পূবাইল রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অতিরিক্ত তাপমাত্রায় আড়িখোলা এলাকায় অন্তত ১০ ফুট রেললাইন বেঁকে গেছে। বিষয়টি জানার পর রেলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে কচুরিপানা, কাদা মাটি দিয়ে বেঁকে যাওয়া অংশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।
পরে ওই অংশ মেরামতের পর দুটি ট্রেন ঘটনাস্থল দিয়ে গন্তব্যে চলে গেছে। এছাড়া এ ঘটনায় ডাবল লাইনের অন্য একটি লাইন দিয়ে রেল চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।