Apan Desh | আপন দেশ

...তবুও আমি সতী’ স্ট্যাটাস দিয়ে তোপেরমুখে আ.লীগ নেতা

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪১, ১ মে ২০২৪

আপডেট: ১৮:৫০, ৩ মে ২০২৪

...তবুও আমি সতী’ স্ট্যাটাস দিয়ে তোপেরমুখে আ.লীগ নেতা

আবুল কালাম আজাদ, ফাইল ছবি

দলীয় প্রধানকে কটাক্ষ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগ নেতা সরদার আবুল কালাম আজাদ। পাবনার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তিনি। সমালোচনার মুখে স্ট্যাটাসটি সরিয়ে নিয়েছেন ওই নেতা।

আজাদ ভাঙ্গুড়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. বাকি বিল্লাহর ছোট ভাই। উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেনের ভাগ্নে। এর আগেও তার বিরুদ্ধে ফেসবুকে বিতর্কিত লেখালেখির অভিযোগ রয়েছে।

জানা যায়, মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর কোনো এক সময় আবুল কালাম আজাদ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বিতর্কিত ওই স্ট্যাটাসটি দেন। বুধবার ( ১ মে) সকাল থেকেই তার স্ট্যাটাসটি ভাইরাল।

এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে। দলের পদধারী নেতার এমন স্ট্যাটাসে ক্ষোভে ফুঁসছে স্থানীয় আওয়ামী লীগ। তারা ওই নেতার শাস্তি দাবি করেছেন।

এদিকে সমালোচনার মুখে বুধবার দুপুর ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যবর্তী কোনো এক সময় তিনি ওই স্ট্যাটাসটি ফেসবুক থেকে সরিয়ে ফেলেন।
সরদার আবুল কালাম আজাদ তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘....নিয়ম-নীতির বিবর্তনে, এই অঞ্চলে নেতাকর্মী-জনগণের চরিত্রে পালাক্রমে ... চলিতেছে। তবুও আমি সতী।’

উপজেলার দিলপাশার ইউনিয়ন যুবলীগের সভাপতি রিপন আহমেদ বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই সরদার আবুল কালাম আজাদ আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন। এখন তিনি শেখ হাসিনার নেতৃত্ব মানেন না। তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন। তার কঠোর শাস্তি হওয়া উচিত।’

এ বিষয়ে কথা বলতে সরদার আবুল কালাম আজাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সরদার আজাদের মামা লোকমান হোসেন বলেন, ‘আজাদ ফেসবুকে যেটা লিখেছে, সেটা সে কোনোভাবেই লিখতে পারে না। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাকে বিষয়টি জানিয়েছেন। দলীয়ভাবে আলোচনার মাধ্যমে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। ছাড় দেয়া হবে না।

পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগ নেতার এমন স্ট্যাটাস খুবই ন্যাক্কারজনক। কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের বিষয়টি জানানো হয়েছে। তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়