Apan Desh | আপন দেশ

বজ্রপাতে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১০:২৬, ৫ মে ২০২৪

বজ্রপাতে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি গ্রামে বজ্রপাতে মা ও শিশু সন্তানের মৃত্যু হয়েছে। রোববার (৫ মে) ভোরে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- হাসিনা বেগম (৩০) ও তার ছেলে হানিফ মিয়া (৮)। 

বজ্রপাতে ঘরে আগুন লেগে যায়। দীঘিনালা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে মরদেহ উদ্ধার করে। 

এদিকে রামগড়ে ব্রজপাতে আরও একজনের মৃত্যু হয়েছে। 

আরও পড়ুন <> সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি জানান, বজ্রপাতে টিনের ঘরটি পুড়ে মা ও ছেলের শরীর  অঙ্গার হয়ে গেছে। ঘটনার সময় হাসিনা বেগমের গাড়ি চালক স্বামী ছাদেক আলী বাড়িতে ছিলেন না। 

দীঘিনালা থানার ওসি নুরুল হক জানান, বজ্রপাতে ঘরে আগুন লেগে মা ও ছেলের মৃত্যু হয়েছে।  আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে। 

এদিকে ভোরে জেলার রামগড়ে বজ্রপাতে কংজ্র মারমা নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া ভোরের হঠাৎ কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে গেছে। কাঁচা বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়