Apan Desh | আপন দেশ

‘ভোটারহীন কেন্দ্র’ দখলের চেষ্টা ছাত্রলীগের

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৯, ৮ মে ২০২৪

আপডেট: ১৫:৩১, ৮ মে ২০২৪

‘ভোটারহীন কেন্দ্র’ দখলের চেষ্টা ছাত্রলীগের

ছবি: মাহমুদ হোসেন

সিলেটের চারটি উপজেলায় সকাল থেকে ভোটকেন্দ্রগুলো নিরুত্তাপ। এমন অবস্থায় ছাত্রলীগ কেন্দ্র দখলের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় দুই দফায় প্রায় ৩৫ মিনিট ভোটগ্রহণ বন্ধ ছিল। বুধবার (৮ মে) দুপুর ১২টার দিকে সদর উপজেলার খাদিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। তখন কেন্দ্রটি ভোটারহীন ছিল। 

প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুর ১২টায় ছাত্রলীগের নেতাকর্মীরা দলবেঁধে নারীদের তিনটি বুথে ঢুকে জাল ভোট দেয়ার চেষ্টা করেন। এ সময় নির্বাচনী কর্মকর্তারা ভয়ে প্রিসাইডিং অফিসারের কক্ষে চলে যান। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স কেন্দ্রে অবস্থান করে। বিশৃঙ্খলার কারণে তখন কোনো ভোটার উপস্থিত ছিল না।

এরপর দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন স্ট্রাইকিং ফোর্স ওই কেন্দ্র ত্যাগ করে। পরে আবারো ছাত্রলীগ নেতাকর্মীরা কেন্দ্রে ঢুকে জাল ভোট দেয়ার চেষ্টা করে। এক পুলিশ সদস্য বাধা দিতে গেলে বাকবিতণ্ডায় লিপ্ত হন কর্মী সমর্থকরা। তারা পুলিশ সদস্যকে ধরে টানা হেঁচড়া শুরু করেন। এ সময় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশের মারমুখী অবস্থানের কারণে নেতাকর্মীরা কেন্দ্র ত্যাগ করেন। 

ছাত্রলীগের বিশৃঙ্খল পরিস্থিতিতে কেন্দ্র পরিদর্শনে গিয়ে কিছুক্ষণ আটকা পড়েন সাবেক উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী। পরে পরিস্থিতি শান্ত হলে তিনি কেন্দ্র ত্যাগ করেন।

ছবি: মাহমুদ হোসেন

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার দ্বিরাজ বর্মণ বলেন, দুপুরে ১২টার সময় একদল বহিরাগত যুবক ভেতরে ঢুকে জোরপূর্বক ভোট দেয়ার চেষ্টা করে। তখন ভোট দানে নিয়োজিত কর্মকর্তারা নিরাপত্তার কারণে ব্যালট নিয়ে প্রিসাইডিং অফিসারের কক্ষে অবস্থান নেন। বেলা ১২টা ২০ মিনিটে আবারো ভোটগ্রহণ শুরু হলেও বহিরাগতদের ঝামেলার কারণে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। তরে পরিস্থিতি শান্ত হওয়ার পর ফের পৌনে ১টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

তিনি আরও বলেন, ওই কেন্দ্রে ৪ হাজার ৪৭০ জন ভোটারের মধ্যে পুরুষ ২ হাজার ২০০ জন। আর নারী ভোটার ২ হাজার ২৭০ জন রয়েছেন। দুপুর ১টা পর্যন্ত ওই কেন্দ্রে ভোট পড়েছে ১১ শতাংশ।  

কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা শাহপরান থানার ওসি হারুনুর রশিদ বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। আমরা অতিরিক্ত পুলিশ কল করেছি। তবে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়