ছবি: সংগৃহীত
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিএসএফ বলছে, ‘আত্মরক্ষার্থে গুলি করতে বাধ্য হয়েছেন তারা’।
বুধবার (৮ মে) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করে বিজিবি এ প্রতিবাদ জানিয়েছে। বৈঠকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল যুবায়েদ হাসান ও বিএসএফের ১৭৬ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এসএস সিরোহী উপস্থিত ছিলেন।
বৈঠকের পর কর্নেল যুবায়েদ হাসান বলেন, আমরা পতাকা বৈঠকে সীমান্তে হত্যাকাণ্ডের কড়া প্রতিবাদ জানিয়েছি। আমরা বলেছি, সীমান্তে মানুষ হত্যা করে দুই দেশের বন্ধুত্ব রক্ষা করা যায় না। আমরা বলেছি যে, তাদের গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেয়া যেত। এছাড়া ফাঁকা গুলি কিংবা পায়ে গুলি করা যেত। কিন্তু বিএসএফ জানিয়েছে, ‘আত্মরক্ষার্থে গুলি করতে বাধ্য হয়েছেন তারা। ওই যুবকরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর আক্রমণ করেছিল।’
আরও পড়ুন>> পঞ্চগড়ে বিএসএফের গুলিতে ২ যুবক নিহত
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ফিরিয়ে দেবে বিএসএফ- এমনটাও জানিয়েছেন যুবায়েদ হাসান।
এর আগে, মঙ্গলবার (৭ মে) দিবাগত রাতে খয়খাটপাড়া দর্গাসিং সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন ইয়াসিন আলী (২৩) ও আব্দুল জলিল (২৪)। পরে তাদের মরদেহ নিয়ে যায় বিএসএফ।
এদিকে সীমান্ত হত্যার প্রতিবাদ জানিয়েছেন নিহত যুবকদের স্বজনসহ স্থানীয়রা। নিহত ইয়াসিন আলীর মা জবেদা বেগম বলেন, ‘আমার ছেলেকে যারা মেরেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তারা যেন দ্রুত আমার ছেলের মরদেহটা ফিরিয়ে দেয়।’
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।