Apan Desh | আপন দেশ

দিনাজপুরে লরির ধাক্কায় নিহত ২

দিনাজপুর প্রতিনিধি 

প্রকাশিত: ১০:২৩, ১১ মে ২০২৪

আপডেট: ১০:৪২, ১১ মে ২০২৪

দিনাজপুরে লরির ধাক্কায় নিহত ২

ছবি: সংগৃহীত

দিনাজপুর সদরের তেলবাহী ট্যাংকলরির ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। লরির চালক ও সহকারীকে আটক করেছে স্থানীয়রা। নিহতরা হলেন- উপজেলার বিশ্বনাথপুর গ্রামের আজির হোসেনের ছেলে আজাহার আলী (৬০)। তিনি পেশায় নৈশপ্রহরী। অন্যজন রানা (২৫) উপজেলার কাঁউগা হাটখোলা বাজার এলাকার বাসিন্দা। 

শনিবার (১১ মে) ভোরে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের কাঁউগা হাটখোলা বাজারে সড়ক দুর্ঘটনা এটি। রাস্তার পাশে এক চায়ের দোকানে লরিটি ধাক্কা দিলে তাদের মৃত্যু হয়।

দিনাজপুর কোতোয়ালি ওসি ফরিদ হোসেন বলেন, ফুলবাড়ি থেকে তেলবাহী ট্যাংকলরিটি দিনাজপুর আসছিল। চালক ঘুমন্ত অবস্থায় কাঁউগা বাজারের রাস্তার পাশে একটি চায়ের দোকানের গাড়ি উঠিয়ে দেয়। এতে ওই দোকানের পাশে দাঁড়িয়ে থাকা নৈশপ্রহরী আজাহার আলী ও স্থানীয় রানা লরির চাপায় ঘটনাস্থলেই নিহত হয়। 

তিনি আরও জানান, নিহতদের মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। চালক রাজু খন্দকার (২৯) ও সহকারী মো. সোহাগকে (১৯) আটক করেছে পুলিশ।

আপন দেশ/টিআর/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়