ছবি: সংগৃহীত
বাগেরহাটে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয় শ্রমিক। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- মোস্তফা (৫৫) ও মিলন (৩৫)। তাদের বাড়ি বাগেরহাট ও পিরোজপুরে।
শনিবার (১১ মে) সকাল সাড়ে ১০টায় শরণখোলা উপজেলার তাফালবাড়ি এলাকার ঘটনা এটি।
জানা যায়, এদিন সকালে ইট-বালু বোঝাই একটি ট্রলার তাফালবাড়ির বান্দাঘাট খালে পৌঁছায়। এ সময় মুঘলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে রক্ষা পেতে শ্রমিকরা একটি ঘরে আশ্রয় নিতে যাচ্ছিলেন। তখনই বজ্রপাত হলে কমবেশি সবাই আহত হন।
আরও পড়ুন>> বিয়ের চার মাসেই সন্তান প্রসব
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আর বাকি ছয়জন চিকিৎসাধীন রয়েছে।
ওই স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস জানান, বজ্রপাতে আহত মোট আটজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ঘটনাস্থলেই তারা মারা যান বলে ধারণা করা হচ্ছে। আহত ছয়জন হাসপাতালে ভর্তি আছেন। তারা শঙ্কামুক্ত।
শরণখোলা থানার ওসি এএইচ এম কামরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ইট-বালুবোঝাই ট্রলারে ছিলেন শ্রমিকরা। বৃষ্টি থেকে বাঁচতে আশ্রয় নেয়ার সময় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।