ছবি: সংগৃহীত
পাবনা প্রতিনিধিপাবনা গণপূর্তের নির্বাহী প্রকৌশলীসহ কর্মকর্তাদের হত্যার হুমকি দেয়া হয়েছে। এমন অভিযোগে চার ঠিকাদারসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলাও হয়েছে। তাদের মধ্যে দুই ঠিকারদারকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন রোকনুজ্জামান তুষার (৪৪) ও আকাশ (৪৩)। শুক্রবার (১০ মে) রাতে জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
শনিবার (১১ মে) তাদেরকে আদালতে হাজির করা হবে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে। এ তথ্য নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি রওশন আলী।
এর আগে, গতকাল গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিম বাদী হয়ে মামলা করেন।
আরও পড়ুন>> টাকাসহ পাউবোর দুই প্রকৌশলী আটক, পালাল ঠিকাদার
এজাহার সূত্রে জানা যায়, গত ৮ মে দুপুরে তার কক্ষে নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী রায়হান রাকিব, মেহেদী হাসান, মো. ইমরান সরকারী দাপ্তরিক কাজ করছিলেন। এ সময় ঠিকাদার রাজিবুল হাসান রাজিব (৩৫), রোকনুজ্জামান তুষার, আকাশ, রনা বিশ্বাসের নেতৃত্বে ১৪/১৫ জনের একটি দল এসে অনৈতিকভাবে ঠিকাদারী কাজ দাবি করে।
নির্বাহী প্রকৌশলী তাতে অস্বীকৃতি জানালে তারা অকথ্য গালিগালাজ, ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করে। সহকারী প্রকৌশলীরা তাদের থামাতে চেষ্টা করলে তারা মারধর করতে উদ্যত হয়। পরে অফিস থেকে বের হলে হত্যা করা হবে বলেও হুমকি দেয়। পুরো ঘটনা অফিসের সিসি ক্যামেরায় ধারণ করা রয়েছে।
প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল পাবনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী মাসুদ রানার অফিসে ভুয়া বিলের টাকা ভাগাভাগি করতে বসেন ঠিকাদার তুষারের ভাই ও সাবেক কমিশনার আরিফুজ্জামান রাজিব। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালে পালিয়ে যান রাজিব। এ ঘটনায় পাউবোর কর্মকর্তাদের সঙ্গে রাজিবকেও আসামি করে মামলা দায়ের করে দুদক।
আপন দেশ/আরএন/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।