ফাইল ছবি
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে চার বিদ্যালয়ের সবাই ফেল। এ চারটি বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ২৭ জন। রোববার (১২ মে) দুপুরে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলীর পাঠানো পরিসংখ্যানে এ তথ্য জানা যায়।
বিদ্যালয়গুলো হচ্ছে- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ঘোগোয়া মালিকা উচ্চ বিদ্যালয়; এ বিদ্যালয়ে শিক্ষার্থী ১৪ জন। নীলফামীর ডিমলা উপজেলার শেখ ফজিলাতুননেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়; এ বিদ্যালয়ের শিক্ষার্থী দুইজন।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পূর্ব সুখতি বালিকা উচ্চ বিদ্যালয়; এখানে শিক্ষার্থী পাঁচজন। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চৌমহনী মডেল উচ্চ বিদ্যালয়; এখানে শিক্ষার্থী ছয়জন।
এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮.৪০ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৮১.০৭ শতাংশ এবং ছাত্রদের এ হার ৭৫.৮৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ২৪৬ ছাত্রী। আর ৮ হাজার ৮৫৯ ছাত্র জিপিএ-৫ পেয়েছে। বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৬।
শতভাগ পাস করেছে ৭৭টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা। ২৭৮টি কেন্দ্রের মাধ্যমে ২ হাজার ৭৩০টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৬৪ হাজার ২২১ জন। অনুপস্থিত শিক্ষার্থী ছিল ৯৪১ জন। নিয়মিত পরীক্ষার্থীর পাসের সংখ্যা ১ লাখ ৩০ হাজার ১৪৪ জন।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।