Apan Desh | আপন দেশ

এমপিপুত্রও প্রাথী, ভোট করবেন না আ.লীগ নেতা

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৮, ১২ মে ২০২৪

আপডেট: ১৭:৫১, ১২ মে ২০২৪

এমপিপুত্রও প্রাথী, ভোট করবেন না আ.লীগ নেতা

ছবি: প্রতিনিধি

ভাঙ্গুড়া উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আনারস প্রতীকের প্রার্থী বাকী বিল্লাহ। তার অভিযোগ, নির্বাচনে এমপি ও তার ছেলে প্রভাব বিস্তার করছেন। দলীয় নির্দেশনা অগ্রাহ্য করছেন তারা। পাবনা-৩ আসনের এমপি মকবুল হোসেনের ছেলে গোলাম হাসনাইন রাসেল তার কর্মী-সমর্থকদের ওপর অত্যাচার ও ভয়ভীতি দেখাচ্ছেন। রাসেল ভাঙ্গুড়া পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন।

রোববার (১২ মে) দুপুরে পাবনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের এ সদস্য।

বাকী বিল্লাহ বলেন, এবার নির্বাচনে গোলাম হাসনাইন রাসেলও চেয়ারম্যান প্রার্থী। তবে তিনি আমার কর্মী-সমর্থকদের ওপর ব্যাপক অত্যাচার-নিপীড়ন চালাচ্ছেন। তাদেরকে ভয়ভীতি দেখাচ্ছেন। ঘর থেকে বের হতে পারছেন না তারা। জীবন হুমকির মুখে। বাবা এমপি আর ছেলে উপজেলা চেয়ারম্যান। একইসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও। তাহলে আমাদের মতো দীর্ঘদিনের বঙ্গবন্ধুর আদর্শের পরিক্ষিত ব্যক্তির জন্য জায়গা কোথায়?

আরও পড়ুন>> চেয়ারম্যান প্রার্থী ডেপুটি স্পিকারের ভাই-ভাতিজা

বর্তমান এ উপজেলা চেয়ারম্যান বলেন, এমপি ও তার ছেলে রাসেল রাজনীতিকে পরিবর্তন করে ফেলেছে। বঙ্গবন্ধু হত্যার বিচার চেয়ে জেল খেটেছি, বারবার লাঞ্ছিত হয়েছি, তখন তাদের (বাবা-ছেলে) রাজনীতির পরিচয় কী ছিল? প্রধানমন্ত্রীর নির্দেশনাকেও তোয়াক্কা করেন না রাসেল। এমপিপুত্র হয়েও নির্বাচনে প্রার্থী হয়েছেন।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে তিনি বলেন, গত সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলাম। তখনও কিছু আওয়ামী লীগ নেতা কর্মীর উপরে ব্যাপক নির্যাতন করা হয়েছে। থানায় অভিযোগ দিয়েও লাভ হয়নি। উপজেলা নির্বাচনেও আমার কর্মী-সমর্থকদের উপর হামলা হচ্ছে। মামলার ভয়ভীতি প্রদর্শনের কারণে তারা হতাশা। এমন পরিস্থিতিতে নির্বাচন করা মোটেও সম্ভব না। তাই নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী গোলাম হাসনায়েন রাসেল বলেন, নির্বাচনের শেষ সময়ে এসে সরে দাঁড়ানোর সুযোগ নেই। তিনি ইতোমধ্যে কর্মীশুন্য হয়ে পড়েছেন। মিথ্যাচারের কিছু সীমা থাকে, সেটাও অতিক্রম করেছেন। গত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিপক্ষে কাজ করে জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছেন।

আপন দেশ/আরএন/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়