Apan Desh | আপন দেশ

সৈয়দপুরে বিমান ওঠানামা বন্ধ

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩৭, ১২ মে ২০২৪

সৈয়দপুরে বিমান ওঠানামা বন্ধ

ছবি : সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে বিমান ওঠানামা বন্ধ রয়েছে। রোববার (১২ মে) সন্ধ্যা ৬টার পর থেকে উড়োজাহাজ ওঠানামা বন্ধ রয়েছে।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ খবরের সত্যতা নিশ্চিৎ করেন। তিনি বলেন, রানওয়ের বৈদ্যুতিক লাইনে শর্টসার্কিটের কারণে সন্ধ্যার পর থেকে উড়োজাহাজ চলাচল বন্ধ হয়েছে। এরই মধ্যে বাতিল হয়েছে তিনটি ফ্লাইট। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ বিমান, ইউএস-বাংলা ও নভোএয়ারের একটি করে ফ্লাইট। আমরা চেষ্টা করছি দ্রুত বিমান চলাচল স্বাভাবিক করতে।

আরও পড়ুন <> ইউনেসকোর ‘বিশ্বস্মৃতি’র তালিকায় রোকেয়ার সুলতানা’স ড্রিম

তাৎক্ষণিকভাবে শর্টসার্কিটের কারণ জানা যায়নি। সৈয়দুপর বিমানবন্দর হলো রংপুর বিভাগের একমাত্র বিমানবন্দর। অভ্যন্তরীণ এ বিমানবন্দরটি সম্প্রতি আঞ্চলিক বিমানবন্দর হিসেবে উন্নীত করার কাজ চলছে। দেশের অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর মধ্যে এটি অন্যতম ব্যস্ত বিমানবন্দর।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়