ছবি: সংগৃহীত
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। সোমবার (১৩ মে) সকাল সাড়ে ৮টায় ফ্লাইট চলাচল শুরু হয়। এতে স্বস্তি জানিয়েছে বিমানবন্দরে আটকে পড়া দুই শতাধিক যাত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দর স্টেশন ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ।
তিনি জানান, গতকাল রোববার সন্ধ্যার পর সৈয়দপুর বিমানবন্দর রানওয়ের লাইটগুলোতে ত্রুটি দেখা দেয়। রানওয়ের লাইট না জ্বলার কারণে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সৈয়দপুরের তিনটি ফ্লাইট বাতিল করে। ফলে সৈয়দপুর বিমানবন্দরে আটকাপড়ে ঢাকাগামী প্রায় দুই শতাধিক যাত্রী।
আরও পড়ুন>> সৈয়দপুরে বিমান ওঠানামা বন্ধ
রানওয়ের লাইটের ক্যাবল মাটির নিচ দিয়ে রয়েছে। ত্রুটি শনাক্ত করে ঠিক করা হয়েছে। বাতিলকৃত ফ্লাইটগুলো হলো- নভোএয়ার, ইউএস-বাংলা ও এয়ার এস্ট্রা এয়ারলাইনস। ফলে ফ্লাইটের স্থানীয় যাত্রীরা বাড়ি ফিরে যান। আর দূরবর্তী যাত্রীদের বিভিন্ন আবাসিক হোটেলে রাখা হয়। তারা সকালের ফ্লাইটেই যাত্রা করছেন।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।