লাল-সবুজের পতাকা হাতে নিয়ে এমভি আবদুল্লাহ জাহাজের নাবিকদের উচ্ছ্বাস। ছবি: সংগৃহীত
উদ্বেগ ও উৎকণ্ঠায় ভরা দীর্ঘ দুই মাসের অপেক্ষার প্রহর শেষ। প্রায় এক মাস আগে সোমালি জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্ত হয় এমভি আবদুল্লাহ। অবশেষে দেশের উপকূলে ভিড়েছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজটি। সোমবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করেছে। সুস্থ রয়েছেন জাহাজে থাকা ২৩ নাবিকের সবাই।
জাহাজটির মালিক কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, এত বেশি ড্রাফটের জাহাজ বন্দর জেটিতে ভেড়ানোর সুযোগ নেই। জাহাজটিতে ৫৬ হাজার টন চুনাপাথর রয়েছে। কুতুবদিয়ায় প্রথমে কিছু চুনাপাথর লাইটার জাহাজে খালাস করা হবে। এরপর পতেঙ্গার কাছাকাছি বঙ্গোপসাগরে বন্দর জলসীমায় আনা হবে। সেখানে বাকি পণ্য খালাস করা হবে।
তবে মুক্ত ২৩ নাবিক জাহাজ থেকে সাইন অফ বা নেমে যাবেন কুতুবদিয়াতে। তাদের নিয়ে আসতে বিকেলে যাত্রা করেছে এমভি জাহান মনি-৩ লাইটারেজ জাহাজ। এ জাহাজটি চট্টগ্রাম সদরঘাটের কেএসআরএম জেটি থেকে যাত্রা করে। বিকল্প ২৩ নাবিক এমভি আব্দুলাহ জাহাজের দায়িত্ব বুঝে নেবেন।
কেএসআরএম জেটির অপারেশন ইনচার্জ এম মিজান জানান, আগামীকাল মঙ্গলবার সকালে মুক্ত ২৩ নাবিককে নিয়ে জাহান মনি চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবে। দুপুর নাগাদ জাহাজটি মুক্ত নাবিকদের নিয়ে সদরঘাটের কেএসআরএম জেটিতে ভিড়বে। সেখানে মালিকপক্ষ এবং নাবিকদের স্বজনরা তাদের বরণ করে নেবেন।
এর আগে, গত ২৯ এপ্রিল ৫৬ হাজার টন চুনাপাথর বোঝাই করে সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দর ত্যাগ করে এমভি আবদুল্লাহ।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।