ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষায় ফেল করায় আরেক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তার নাম তাপস চন্দ্র সিং (১৭)। পরীক্ষায় বায়োলজি বিষয়ে ফেল করায় গলায় ফাঁস দেয়। সে হরিপুর উপজেলার নুকানী গ্রামে অমিন্দ্র চন্দ্র সিংয়ের ছেলে।
সোমবার (১৩ মে) সকাল সাড়ে ৯টায় সে আত্মহত্যা করে। এ নিয়ে পরীক্ষার ফল প্রকাশের ২৪ ঘণ্টার ব্যবধানে দুই শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটলো। এর আগে, গতকাল রোববার উপজেলায় মিতু আক্তার (১৫) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দেয়।
অমিন্দ্র চন্দ্র সিং বলেন, তাপস যাদুরানী উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে এসএসসি পরীক্ষা দিয়েছিল। পরীক্ষায় বায়োলজি বিষয়ে ফেল করে। বাড়ির সকলের অগোচরে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।
আরও পড়ুন>> এসএসসিতে ফেল করায় ছাত্রীর আত্মহত্যা
ইউনিয়ন চেয়ারম্যান হবিবর রহমান মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। বলেন, পরীক্ষায় ফেল করায় লোক লজ্জার ভয়ে তাপস আত্মহত্যা করেছে।
হরিপুর থানার ওসি আব্দুল লতিফ শেখ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।