ছবি: সংগৃহীত
সোমালিয়ার জলদস্যু কবলমুক্ত জাহাজ ‘এমভি আবদুল্লাহ’র ২৩ নাবিক চট্টগ্রাম পৌঁছেছেন। দীর্ঘ এক মাস পর ঝড়-ঝঞ্ঝা সামলিয়ে অবশেষে স্বজনদের কাছে ফিরলেন তারা। নাবিকদের কাছে পেয়ে স্বজনদের মাঝে বইছে খুশির বন্যা। মঙ্গলবার (১৪ মে) দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ায় থেকে চট্টগ্রামে এসে পৌঁছান। এখান থেকে তারা নিজ নিজ বাড়ি ফিরবেন।
নাবিকদের সংবর্ধনা দিতে নানা ধরনের আয়োজন করেছে বন্দর কতৃপক্ষ। এছাড়া তাদের বরণে প্রস্তুতি নিয়েছে এসআর শিপিংয়ের মালিক পক্ষ। এ সময় নাবিকদের আত্মীয় স্বজনসহ সাধারণ মানুষও নাবিকদের বরণ করতে নানা প্রস্তুতি নিয়ে উপস্থিত হয়েছেন। তারা জাহাজ থেকে নেমে আসার পর তাদের কাছ থেকে জাহাজের অভিজ্ঞতা শুনবেন তারা। নোঙর করার পর জাহাজ থেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন নাবিকরা।
উল্লেখ্য, ৩৩ দিনের মাথায় ১৩ এপ্রিল দিবাগত রাতে জাহাজটি মুক্ত হয়। এরপর জাহাজটি প্রথমে আমিরাতের আল-হামরিয়া বন্দরে পৌঁছায়। সেখানে পণ্য খালাস শেষে আরেকটি বন্দর থেকে চুনাপাথর বোঝাই করে চট্টগ্রামের পথে রওনা হয়েছিল জাহাজটি। এ হিসেবে আমিরাত থেকে ১৩ দিনের মাথায় জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছাল।
কেএসআরএম গ্রুপ জানায়, এমভি আবদুল্লাহ জাহাজে ৫৬ হাজার টন পণ্য চুনাপাথর রয়েছে। এতে প্রায় ১৯০ মিটার লম্বা জাহাজটির ড্রাফট (জাহাজের পানির নিচের অংশের গভীরতার পরিমাপ) বেড়ে হয়েছে সাড়ে ১২ মিটার। জাহাজটির ড্রাফট বেশি থাকায় কুতুবদিয়ায় প্রথমে কিছু পরিমাণ পণ্য খালাস করে। এরপর পতেঙ্গার কাছাকাছি বঙ্গোপসাগরে বন্দর জলসীমায় আনা হয়। সেখানে বাকি পণ্য খালাস করা হবে। এ জন্য দেশে পৌঁছার পরও নাবিকদের ঘরে ফিরতে একটু সময় লাগেছে।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।