নিহত ওয়াছিকুল ভুইয়া, ছবি: সংগৃহীত
গোপালগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচন-পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।
মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যা সাড়ে ছয়টায় চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের চন্দ্রদিঘলিয়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম ওয়াছিকুল ভুইয়া। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ড. জুয়েল সরকার।
গুলিবিদ্ধরা হলেন, ফরিদ ভুঁইয়ার ছেলে লিয়ন ভূঁইয়া, হেকমত বিশ্বাসের ছেলে মেহেদী বিশ্বাস ও জলিল ভুইয়ার ছেলে ওশিকুল ভুইয়া।
তাদের দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
আরও পড়ুন <> মানবাধিকার-গণমাধ্যমের স্বাধীনতার খোঁজ নিলেন লু
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চন্দ্রদিঘলিয়া বাজারে সদ্য উপজেলা নির্বাচনে বিজয়ী প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া লুটুলের সমর্থক সিমন ভুইয়া ও মিনহাজ ভূঁইয়ার সঙ্গে পরাজিত প্রার্থী বিএম লিয়াকত আলীর সমর্থক পরশ বিশ্বাসের কথা কাটাকাটি-হাতাহাতি হয়।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাত আটটার দিকে চন্দ্রদিঘলিয়া বাজার এলাকায় দুই গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং গোলাগুলি হয়।
গোপালগঞ্জ জেলা পুলিশের সদর সার্কেল মো. খাইরুল ইসলাম জানান, দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন নিহত ও পাঁচ জন আহত হয়েছে। এলাকা এখন শান্ত আছে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রয়েছে।
আপন দেশ/এমআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।