Apan Desh | আপন দেশ

আরসার আস্তানায় র‌্যাবের অভিযান, গ্রেফতার ২

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১০:২৪, ১৫ মে ২০২৪

আপডেট: ১০:২৭, ১৫ মে ২০২৪

আরসার আস্তানায় র‌্যাবের অভিযান, গ্রেফতার ২

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় সন্ত্রাসী সংগঠন আরসার আস্তানায় অভিযান চালাচ্ছে র‍্যাব। রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লাল পাহাড় এলাকায় এ অভিযান চলছে। এরই মধ্যে আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার হয়েছে। আরসার দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ প্রতিবেদন করা পযর্ন্ত অভিযান চলছে।

বুধবার (১৫ মে) ভোররাত থেকে উপজেলার রাজাপালং ইউনিয়নের গহীন এ পাহাড়ে অভিযান শুরু হয়।

জানা গেছে, কিছুদিন ধরে ক্যাম্পে রোহিঙ্গা হেড মাঝিসহ কয়েকজনকে গুলি ও গলাকেটে হত্যার ঘটনা ঘটছে। এরই পরিপ্রেক্ষিতে র‌্যাব ক্যাম্পে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। তারই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উখিয়ার ক্যাম্পসংলগ্ন গহীন পাহাড়ে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার আস্তানা শনাক্ত করে অভিযান শুরু হয়।

র‌্যাব ১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন বলেন, ‘মঙ্গলবার রাত দুইটা থেকে অভিযান শুরু হয়। এরপর পুরো লাল পাহাড় ঘিরে ফেলা হয়। এক পর্যায়ে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করে। র‌্যাবও পাল্টা গুলি ছোঁড়ে।’

তিনি আরও বলেন, ‘এ পর্যন্ত দুটি আস্তানায় অভিযান চালানো হয়। এ সময় দুই রোহিঙ্গা সন্ত্রাসী, বিপুল পরিমাণ অস্ত্র-গুলি-রকেট সেল ও গ্রেনেড উদ্ধার করতে সক্ষম হয়। অভিযান এখনো চলমান রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে হবে।’

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়