Apan Desh | আপন দেশ

পাওনা টাকা চাওয়ায় হত্যা, দুইজনের মৃত্যুদণ্ড

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৭, ১৫ মে ২০২৪

আপডেট: ১৬:১৮, ১৫ মে ২০২৪

পাওনা টাকা চাওয়ায় হত্যা, দুইজনের মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘায় দোকান কর্মচারিকে হত্যায় দুইজনকে মৃতুদণ্ড দিয়েছেন আদালত। আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার (১৫ মে) রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহা. মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন- নাটোরের লালপুর উপজেলার কাজিপাড়ার মৃত সানাউল্লাহর ছেলে আমিনুল ইসলাম ওরফে শাওন (৩০) ও বালিতিতা ইসলামপুর গ্রামের আকমল হোসেনের ছেলে মাসুদ রানা (২৬)। কারাদণ্ডপ্রাপ্ত মেহেদী হাসান রকি (২৫) বাঘা উপজেলার জোতচৌকিপুরের ফারুক হোসেনের ছেলে।

জানা যায়, নিহত জহুরুল ইসলাম (২৩) বাঘার পানিকুমড়া বাজারে একটি ইলেক্ট্রনিক্সের দোকানে সেলসম্যানের কাজ করতেন। তার কাছ থেকে আসামি মাসুদ রানা ও শাওন বাকিতে তিনটি স্মার্টফোন কেনেন। জহুরুল টাকার জন্য চাপ দিলেও তারা দিতে পারছিলেন না। পরে ২০২১ সালের ৫ জানুয়ারি সন্ধ্যায় টাকা দেয়ার কথা বলে তাকে ডেকে নেন। একটি আমবাগানে তাকে কুপিয়ে হত্যা করে মাসুদ রানা ও শাওন।

আরও পড়ুন>> আসামি ভারতে, নামের মিলে জেল খাটলেন শিক্ষার্থী!

নিহত জহুরুল বাঘার মনিগ্রাম বাজার এলাকার রফিকুল ইসলামের ছেলে। তার কাছে থাকা ২৮টি স্মার্টফোন ও নগদ ২৫ হাজার টাকা লুট করে পালিয়ে যায় তারা। লুটকৃত মোবাইল ফোনগুলো আরেক আসামি রকির জিম্মায় রাখেন তারা। ঘটনার পরদিন তেথুলিয়া শিকদারপাড়া গ্রাম থেকে জহুরুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা করে। পুলিশের তদন্তে হত্যাকাণ্ডে জড়ি দুজনের নাম পাওয়া যায়।  

রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু বলেন, পুলিশ তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। এরপর স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করে। রাষ ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আপন দেশ/ইবি/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়