ছবি: সংগৃহীত
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে নয়তলা বিশিষ্ট ভবনের দ্বিতীয় তলায় স্টোররুমে এ ঘটনা ঘটে। এ নিয়ে হাসপাতালটিতে গত ৫৪ দিনে ৩ বার অগ্নিকাণ্ড হলো। এদিকে এর কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সুভাষ বাড়ৈ বলেন, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে দেখি দ্বিতীয় তলার স্টোররুমে আগুন জ্বলছে। ভেতরে ঢোকার ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধকতা পোহাতে হয়েছে। প্রচুর ধোঁয়া ছিল। আমরা তালা ও কাচের দেয়াল ভেঙে সেখানে প্রবেশ করি। পরে ২৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনি। যার কারণে হাসপাতালটি অনেক ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
হাসপাতালটির উপ-পরিচালক দীপক কুমার বলেন, হঠাৎ হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোররুমে অগ্নিকাণ্ড হয়। তা দ্রুত ছড়িয়ে পড়ে ও ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হয়। ওই স্টোররুমে হাসপাতালের ওষুধপত্র, যন্ত্রপাতি, ফ্রিজসহ নানা সরঞ্জাম ছিল। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন>> বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে আগুন
জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, এ নিয়ে গত দেড় মাসে হাসপাতালে ৩ বার আগুন লেগেছে। বিষয়টি নিয়ে আমরা খুবই আতঙ্কিত ও শঙ্কিত। এটি এক হাজার বেডের হাসপাতাল। এসব জায়গায় আগুন লাগলে বিপুল প্রাণহানির শঙ্কা থাকে।
তিনি আরও বলেন, কেন বারবার আগুন লাগছে তার কারণ অনুসন্ধানে ৫ সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে, গত ২৩ মার্চ হাসপাতালটির মর্গে আগুন লাগে। এ ঘটনাকে রহস্যজনক হিসেবে দেখছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর ৩১ মার্চ দুপুরে হাসপাতাল ভবনের ৬ তলায় অগ্নিকাণ্ড ঘটে।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।