
প্রতীকী ছবি
মাদারীপুরের কালকিনিতে আরিফা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ মে) সকালে ওই শিক্ষার্থীর নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আরিফা উপজেলার কয়ারিয়া ইউনিয়নের কাজিকান্দি গ্রামের দিনমজুর আলামিন হাওলাদারের মেয়ে ও মোল্লারহাট দারুস সুন্নাত সাহেলিয়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, আরিফা আক্তার প্রতিদিনের ন্যায় সকালে ঘুম থেকে উঠে মাঠে ছাগল বেঁধে এসে ঘরের কাজ সেরে নেয়। তবে হঠাৎ করে বাড়ির লোকজন খেয়াল করে দেখতে পান ঘরের সব দরজা-জানালা বন্ধ এবং তার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না। পরে বাড়ির লোকজন দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখতে পান ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় আরিফার লাশ ঝুলে আছে। পরে থানাপুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি সরকার মো. মামুন জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।