Apan Desh | আপন দেশ

আচরণ বিধি লঙ্ঘন

ঈশ্বরদীতে চেয়ারম্যান প্রার্থীর খিচুড়ি জব্দ, জরিমানা

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ০৯:০১, ১৮ মে ২০২৪

আপডেট: ০৯:০৮, ১৮ মে ২০২৪

ঈশ্বরদীতে চেয়ারম্যান প্রার্থীর খিচুড়ি জব্দ, জরিমানা

ছবি : আপন দেশ

উপজেলা পরিষদ নির্বাচনে পাবনার ঈশ্বরদীতে আবারো আচরণ বিধি লঙ্ঘন করেছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদার। 

শুক্রবার (১৭ মে) বিকালে সমাবেশের জন্য খিচুড়ি রান্না করার দায়ে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় সাত পাতিল খিচুরি জব্দ করা হয়েছে। 

উপজেলা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট শাহাদত হোসেন খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয়রা জানান, এমদাদুল হক রানা সরদারের সমর্থনে শুক্রবার সন্ধ্যায় পাকশী ইউনিয়নের দিয়ার বাঘইল গ্রামে উপজেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক তরিকুল ইসলাম ভাদুর বাড়িতে নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়। এ সমাবেশে উপস্থিত ভোটারের জন্য খিচুড়ি খাওয়ার আয়োজন করা হয়।

গোপন সূত্রে খবর পেয়ে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) শাহাদত হোসেন খান ওই বাড়ির পাশের খোলায় অভিযান পরিচালনা করেন। এ সময় সাত পাতিল খিচুড়ি জব্দের পাশাপাশি তরিকুল ইসলাম ভাদুকে দশ হাজার জরিমানা করা হয়।

আরও পড়ুন <> জমজ বোনদের হাতুড়িপেটা ছাত্রলীগ নেতার

শাহাদত হোসেন খান খিচুড়ি জব্দ ও জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, সমাবেশের জন্য ভাদুর বাড়ির পাশের খোলায় খিচুড়ি রান্না হয়েছিল। আচরণ বিধি লঙ্ঘন হওয়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত খিচুড়ি এতিমখানায় বিতরণ করা হয়েছে। 

প্রসঙ্গত, গত ১৩ মে আনারস প্রতীকের সমর্থনে শোডাউন ও মিছিল করা হয়। এরই প্রেক্ষিতে ১৪ মে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে চেয়ারম্যান প্রার্থীকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মামুন শোকজ করেন। কারণ দর্শানোর নোটিশের জবাবে প্রার্থী এমদাদুল হক রানা সরদার ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। রিটার্নিং অফিসার প্রথমবারের মতো ক্ষমা করেন।

আপন দেশ/এএইচএন/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়