Apan Desh | আপন দেশ

রাঙামাটিতে দুর্বৃত্তের গুলিতে নিহত ২

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১২:২৫, ১৮ মে ২০২৪

রাঙামাটিতে দুর্বৃত্তের গুলিতে নিহত ২

প্রতীকী ছবি

রাঙামাটির লংগদু উপজেলায় দুর্বৃত্তের গুলিতে দুইজন নিহত হয়েছেন। তাদের একজন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী। নিহতরা হলেন- ইউপিডিএফ কর্মী বিদ্যাধন তিলক (৪৯), স্থানীয় ব্যক্তি ধন্যমনি চাকমা (৩২)। 

শনিবার (১৮ মে) সকালে উপজেলার কাট্টলীর ধনপুতি বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ।

তিনি জানান, আমরা শুনেছি সন্তু লারমা জেএসএস কর্তৃক এক ইউপিডিএফ কর্মী ও স্থানীয় একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। যাওয়ার পর বিস্তারিত জানানো যাবে।

অন্যদিকে ইউপিডিএফ দলীয় সূত্র থেকে জানা যায়, সকালে ধনপুতি এলাকায় সাংগঠনিক কাজ করার সময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস সন্তু গ্রুপ) হামলায় দুই জন নিহত হয়। এর মধ্যে একজন তাদের কর্মী, আরেকজন স্থানীয় বাসিন্দা।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়