Apan Desh | আপন দেশ

বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিলো ভারত

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৫, ১৮ মে ২০২৪

আপডেট: ১৫:০৬, ১৮ মে ২০২৪

বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিলো ভারত

বেনাপোল বন্দর। ছবি: সংগৃহীত

বেনাপোল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশিদের ভ্রমণ ভিসায় ৩ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের কারণে দেশটিতে প্রবেশ বন্ধ করা হয়েছে। শনিবার (১৮ মে) থেকে ২০ মে পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

তবে জরুরি চিকিৎসার জন্য বাংলাদেশি পাসপোর্টধারী রোগীরা মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করতে পারবেন।

এ সংক্রান্ত একটি নির্দেশনা চিঠির মাধ্যমে বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

এছাড়া পচনশীল পণ্যবাহী যানবাহনকে এ বিধিনিষেধের বাইরে রাখা হয়েছে। ২১ মে সকাল থেকে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

আমদানি রফতানি বন্ধের ব্যাপারে বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম জানান, বেনাপোল বন্দর দিয়ে শনিবার থেকে বুধবার পর্যন্ত আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও বেনাপোল বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে। আগামী বৃহস্পতিবার থেকে পুনরায় দুই দেশের মধ্যে আমদানি রফতানি কার্যক্রম চালু হবে।  

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়