প্রতীকী ছবি
নরসিংদী, টাঙ্গাইল গাজীপুর ও সিলেটে বজ্রপাতে আটজন নিহত হয়েছেন। এরমধ্যে নরসিংদী জেলায় আলাদা স্থানে বজ্রপাতে মা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। টাঙ্গাইলে ২ জন ও গাজীপুর ও সিলেটে একজন করে দুইজন মারা যান। শনিবার (১৮ মে) এসব মৃত্যুর ঘটনা ঘটে।
নরসিংদী: এদিন সকাল ১০টার দিকে নরসিংদী সদর উপজেলার আলোকবালী উত্তরপাড়া, হাজীপুরে বজ্রপাত চারজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- আলোকবালী উত্তরপাড়ার কামাল মিয়ার স্ত্রী শরিফা বেগম (৫০), তার ছেলে ইকবাল হোসেন (১২) এবং ধান কাটা শ্রমিক করম আলীর ছেলে কাইয়ুম মিয়া (২২)। এ ঘটনায় কামাল মিয়া গুরুতর আহত হয়েছেন।
আহত কামাল মিয়া জানান, স্ত্রী, সন্তান ও একজন শ্রমিক নিয়ে সকাল থেকে মাঠে ধান কাটছিলেন। এ সময় প্রচণ্ড ঝড়বৃষ্টি শুরু হয়। হঠাৎ বজ্রপাত হলে হতাহতের এ ঘটনা ঘটে। এছাড়া সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের চকপাড়ায় বজ্রপাতে মোছলেহউদ্দিন (৫০) নামে আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নরসিংদী সদর মডেল থানার ওসি তানভীর আহমেদ জানান, নিহতরা সবাই ধান কাটার জন্য কৃষি জমিতে অবস্থান করছিলেন। এ সময় বিকট শব্দে বজ্রপাতের ঘটরা ঘটলে শরিফা বেগম এবং তার ছেলে ইকবাল ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে আনার পথে মারা যান কাইয়ুম নামের অপরজন। এতে কামাল হোসেন নামে আহত আরেকজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। তাছাড়া হাজীপুরে বজ্রপাতে আরও একজনের মৃত্যু হয়েছে।
গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে ধান শুকানোর সময়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে ফাতেমা নামের এক নারীর। প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, সকালে ফাতেমা বাড়ির পাশে ধান শুকানোর জন্য বসেছিলেন। হঠাৎ বজ্রপাতের তিনি ঘটনাস্থলে ঝলসে যান। পরে স্বজনরা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
টাঙ্গাইল: এদিন সকালে টাঙ্গাইলে বজ্রপাতে নিহত হন আফজাল হোসেন এবং মো. আমির হোসেন। তাদের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সদরে। তারা সম্পর্কে আপন খালাতো ভাই।
বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, শনিবার সকালে কয়েকজন শ্রমিক হযরত আলীর জমিতে ধান কাটতে যায়। ওই সময় গুঁড়িগুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত হন আরও চারজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এছাড়াও টাঙ্গাইলের কালিহাতিতে ধান কাটতে গিয়ে নিহত হয়েছেন দুই ভাই আমির হোসেন ও আফজার হোসেন।
সিলেট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বজ্রপাতে খালেদ আহমদ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় বাজারে দর্জির কাজ করতেন বলে জানা গেছে।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৯নং ডৌবাড়ী ইউনিয়নের ডৌবাড়ী (কুতুবনগর) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত খালেদ একই গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে। ইউপি চেয়ারম্যান এম নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো দোকান থেকে রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হন খালেদ। পথে বজ্রপাতে তিনি মৃত্যুবরণ করেন।
ইউপি চেয়ারম্যান বলেন, ‘পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন খালেদ। এমন মৃত্যুতে আমি খুবই মর্মাহত।’
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।