ছবি: সংগৃহীত
কেন্দ্র দখল তো দূরের কথা, একটা ভোট জাল পড়লেই কেন্দ্র বন্ধ করে দেয়া হবে। পেশি শক্তি এবং কালো টাকা দিয়ে কেউ প্রভাব বিস্তার কিংবা ঝামেলা করতে চাইলে পুলিশকে ডাকবেন। তারা ব্যর্থ হলে ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হবে। বলেছেন নির্বাচন কমিশনার (ইসি) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান।
শনিবার (১৮ মে) দুপুরে ঝালকাঠি শিল্পকলা একাডেমিতে সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে, দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
ইসি আহসান হাবিব বলেন, ‘কেন্দ্র দখল তো দূরের কথা, একটা ভোট জাল পড়লেই কেন্দ্র বন্ধ করে দেয়া হবে। পেশি শক্তি এবং কালো টাকা দিয়ে কেউ প্রভাব বিস্তার কিংবা ঝামেলা করতে চাইলে পুলিশকে ডাকবেন। তারা ব্যর্থ হলে ভোটগ্রহণ বন্ধ করা হবে। সেসব কেন্দ্রে পরে আলাদা করে ভোটের নেয়া হবে।’
তিনি বলেন, ‘ভোটার উপস্থিতি বাড়তে স্ব স্ব এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হবে। যাতে করে ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।’
তিনি আরও বলেন, ‘সকল প্রার্থীই আমার কাছে সমান। যেকোন মূল্যে অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে। কোনো প্রার্থী আচরণবিধি ভঙ্গ বা নির্বাচনি অপরাধ করলে তাৎক্ষণিকভাবে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
সভায় বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে নির্দেশ দেন ইসি আহসান হাবিব খান।
২১ মে দ্বিতীয় ধাপে ১৫৯টি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে। এরমধ্যে ২৪টিতে ইভিএম ও বাকিগুলোতে ব্যালটে ভোট হবে। রোববার (১৯ মে) রাত ১২টায় প্রচারণা শেষে ২০ মে প্রতিটি কেন্দ্রে পৌঁছে যাবে নির্বাচনী সরঞ্জাম।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।