ছবি: সংগৃহীত
পটুয়াখালীর বাউফল পৌর শহরে এক বিএনপি নেতার বাসার গেটে ‘ভোট চাহিয়া লজ্জা দিবেন না’ লেখা প্ল্যাকার্ড সাঁটিয়ে দেয়া হয়েছে। ওই বিএনপি নেতার নাম সামুয়েল আহমেদ লেনিন। তিনি উপজেলা বিএনপির কনিষ্ঠ যুগ্ম আহ্বায়ক। তার বাবা মরহুম সৈয়দ আহমেদ মিয়া ছিলেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি।
আগামী ২১ মে বাউফল উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই বিভিন্ন প্রতীকের প্রার্থী ও তাদের সমর্থকরা তার বাসায় গিয়ে ভোট চান। এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে বাসার সামনে ‘ভোট চাহিয়া লজ্জা দিবেন না’ লেখা সংবলিত প্ল্যাকার্ড সাঁটিয়ে দেন তিনি।
আরও পড়ুন>> ‘আপনার পায়খানা খাবো, আমাদের ছেড়ে দিন’
বিএনপি নেতা সামুয়েল আহমেদ লেনিন বলেন, আমি বিএনপির নেতা। আমার দল এ সরকারের সময়ে সব ধরনের নির্বাচন বর্জন করেছে। যেহেতু আমি ভোট দেব না, আমার কাছে কেউ ভোট চাইলে বিব্রতবোধ করি। তাই এ পরিস্থিতি এড়াতে বাসার গেটে এ ধরনের লেখা সাঁটিয়ে দিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজী বলেন, বাংলাদেশে নির্বাচনে একটি আইন রয়েছে। একজন ভোট নাও দিতে পারেন। কিন্তু অন্যকে ভোট দিতে বাধা দিতে পারবে না। নিরুৎসাহী করতে পারবেন না। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।