Apan Desh | আপন দেশ

নির্বাচনের ডিউটিতে স্কুলছাত্র

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৮, ২১ মে ২০২৪

নির্বাচনের ডিউটিতে স্কুলছাত্র

চাচার পোশাকে নির্বাচনের ডিউটিতে মো. হোসাইন। ছবি: সংগৃহীত

দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ভোটাররা ভিড় করছেন কেন্দ্রে। দায়িত্বে পালনে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আনসারের পোশাকে দেখা গেছে এক স্কুলছাত্রকে। চাচা আলামিনের পরিবর্তে নির্বাচনের ডিউটি করতে এসেছে অষ্টম শ্রেণির ওই ছাত্র। তার নাম মো. হোসাইন (১৪)।

মঙ্গলবার (২১ মে) সকাল ৯টায় উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সরেজমিনে এ চিত্র দেখা যায়।

জানতে চাইলে মো. হোসাইন জানায়, তার বাড়ি উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের পাগলা বোয়ালিয়া গ্রামে। বাবা জয়নাল আবেদীন আনসারের ইউনিয়ন কমান্ডার। সে পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। চাচা অসুস্থ থাকায় তার পরিবর্তে ডিউটিতে এসেছে হোসাইন। 

উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আহসান কবির বলেন, ওই শিশু কীভাবে নির্বাচন ডিউটিতে এসেছে তা আমি বলতে পারবো না। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বলতে পারবে।

আরও পড়ুন>> মেয়েকে স্কুলে ভর্তি করতে গিয়ে জানলেন, তিনি ‘মৃত’

এ কেন্দ্র দায়িত্বরত প্লাটুন কমান্ডার (পিসি) ইকবাল হোসেন বলেন, আনসারের তালিকায় হোসাইনের নাম নেই। তার চাচা অসুস্থ থাকায় কোন লোক না পাওয়ায় তাকে আনা হয়েছে। 

আজ মঙ্গলবার দ্বিতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট হচ্ছে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও তাড়াশ উপজেলায়। 

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়