ছবি: সংগৃহীত
রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে। ঘোড়া প্রতীকের চেয়ারম্যানপ্রার্থী আব্দুল মজিদ সরদার ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের সমর্থরা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করে। এ সময় ১০-১২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (২১ মে) সকালে গোপালপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষ হয়।
আহতরা হলেন- ঘোড়া প্রতীকের প্রার্থীর সমর্থক গোপালপুর গ্রামের মো. আমজাদ হোসেন (৪৬), মো. আছের প্রামানিক (৪০), মো. শহিদুল ইসলাম (৩৬), মো. মিঠুন আলী (২৬) এবং মোটরসাইকেল প্রতীকের সমর্থকরা হলেন সান্টু (২৫), নান্টু (৩৫), রাজ্জাক (৫০), আব্দুল হাকিম। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন>> দুই ঘণ্টায় ভোট পড়েছে সাতটি
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. মুস্তাফিজুর রহমান বলেন, কেন্দ্রের বাইরে প্রার্থীদের কিছু সমর্থকের মাঝে সংঘর্ষ হলে বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে দুর্গাপুর ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক বলেন, সকালে গোপালপুর উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের বাইরে বিচ্ছিন্ন একটি ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা নির্বাচনে দুর্গাপুরে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে লড়ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল মজিদ সরদার। মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়ছেন দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শরিফুজ্জামান শরিফ।
এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৯৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮০ হাজার ৫১। আর নারী ভোটার ৭৯ হাজার ৮৮১ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছে একজন।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।