দুর্ঘটনাকবলিত গাড়ি। ছবি: সংগৃহীত
বান্দরবানের লামায় ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি শ্রমিক বহন করে নিয়ে যাচ্ছিল। নিহতদের একজন মো. জাহাঙ্গীর (২২)। অপরজনের পরিচয় এখনো শনাক্ত হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. মফিজ উদ্দিন।
বুধবার (২২ মে) সকাল ৮টার দিকে উপজেলার বদরটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ট্রাকটি সকালে হারবাং এলাকা থেকে গজালিয়া ইউনিয়নের গাইন্দ্যা পাড়ার উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে ছাদ ঢালাইয়ের কাজের জন্য ১৫-২০ শ্রমিক নিয়ে যাচ্ছিল। পথে বদরটিলা এলাকায় পাহাড়ে উঠতে গিয়ে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মো. জাহাঙ্গীর। এ সময় আহত হয়েছেন আরও সাতজন। আহতদের চকরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন>> বৌদ্ধ বিহারের দখল নিয়ে সংঘর্ষ, ভিক্ষুসহ আহত ৫
ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বলেন, ঘটনাস্থলে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় আরেকজনের মৃত্যু হয়। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
লামা থানার ওসি মো. শামীম শেখ জানান, ফাইতং থেকে গাজালিয়ায় কাজে যাওয়ার সময় ট্রাক উল্টে এক শ্রমিক নিহত হয়েছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।