Apan Desh | আপন দেশ

মুরগিতে ধান খাওয়ার নিয়েও মামলা করে: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৯, ২২ মে ২০২৪

আপডেট: ১৭:৪০, ২২ মে ২০২৪

মুরগিতে ধান খাওয়ার নিয়েও মামলা করে: প্রধান বিচারপতি

ছবি : সংগৃহীত

সামাজিক বিচার-সালিশের প্রতি গুরুত্ব দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেছেন, মানুষ এখন মুরগিতে ধান খাওয়ার মতো তুচ্ছ ঘটনা নিয়ে মামলা করে। ছোটখাটো এসব বিষয় সামাজিকভাবে মিমাংসা করাই ভালো, তবে তা হচ্ছে না।

বুধবার (২২ মে) বেলা ১১টায় লালমনিরহাটে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

আদালতে আইনি সহায়তা পেতে আসা মানুষদের জন্য ‘ন্যায়কুঞ্জ’ নামে একটি বিশ্রামাগারের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রধান বিচারপতি। 

তিনি বলেন, গরিব মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠায় সৎ হতে হবে। মামলার জট কমাতে আইনজীবীদের ভূমিকা রয়েছে। সঠিক আইনি পরামর্শের মাধ্যমে মামলার জট কমানো সম্ভব।

ওবায়দুল হাসান বলেন, ‘মানুষ এখন মুরগিতে ধান খাওয়ার মতো তুচ্ছ ঘটনা নিয়ে মামলা করে। এসব বিষয় সামাজিকভাবে মিমাংসা করাই ভালো, তবে তা হচ্ছে না। সাংবাদিকরা এসব বিষয়ে পত্রিকায় লেখার মাধ্যমে সচেতন করতে পারেন। ছোট ঘটনাগুলো মিমাংসার মধ্য দিয়ে মামলার জট ও মামলার দীর্ঘসূত্রিতা কমানো সম্ভব।’ 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সুপ্রিম কোর্টের বিচারপতি ইকবাল কবীর। এ সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সাইফুল ইসলাম, লালমনিরহাট জেলা ও দায়রা জজ মিজানুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ, পুলিশ সুপার সাইফুল ইসলাম, লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি মতিয়ার রহমান, সমিতির সাধারণ সম্পাদক আকমল হোসেনসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়