ছবি: সংগৃহীত
নির্বাচনী প্রচারণায় হামলার শিকার হয়েছেন পাবনা সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী কামিল হোসেন। নির্বাচনে তার প্রতীক কাপ-পিরিচ। এ ঘটনায় কামিলের স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন। হামলার অভিযোগ তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সোহেল হাসান শাহিনের সমর্থকের বিরুদ্ধে। তারা হলেন সাদুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খানের ছেলে আরাফাত সিয়াম (২০) ও ভাগ্নে পিয়াল (১৯)।
বৃহস্পতিবার (২৩ মে) দুপুরের উপজেলার সাদুল্লাহপুর ইউপির দুবলিয়া বাজারে এ ঘটনা ঘটে।
এদিন বিকেলে কামিল হোসেন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে আতাইকুলা থানায় লিখিত অভিযোগ করেন। এতে আরও অজ্ঞাত ৪/৫ জনকে অভিযুক্ত করা হয়। অভিযুক্তরা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে অভিযোগে উল্লেখ করা হয়।
তবে মোটরসাইকের প্রতীকের প্রার্থী সোহেল হাসান শাহিনের দাবি, হামলাকারীরা তার কর্মী বা সমর্থক নন। এ প্রার্থী বলেন, রইচ উদ্দিন খান আমার নির্বাচন করলেও তার ছেলে করছেন না। সে অন্য প্রার্থীর নির্বাচন করছেন। পরাজিত হবার ভয়ে আমার বিরুদ্ধে এ মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। এটা ষড়যন্ত্র।
আরও পড়ুন>> স্কুলছাত্রী ধর্ষণে মানববন্ধন, ফাঁসি চান গ্রামবাসী
চেয়ারম্যান প্রার্থী কামিল হোসেন বলেন, উপজেলায় এ পর্যন্ত শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ ছিল। কোথাও কোনো সহিংসতা হয়নি। কিন্তু আজ শাহিনের কর্মীরা আমার কর্মীকে হত্যার উদ্দেশ্যে মারপিট করেছে। আমার স্ত্রীসহ নারী অন্যান্য কর্মী-সমর্থকদের গায়ে হাত তুলেছে, লাঞ্চিত করেছে। তারা আহত হয়েছেন। এগুলো স্পষ্টভাবে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন। থানায় লিখিত অভিযোগ দিয়েছি, রিটার্নিং অফিসারের কাছেও অভিযোগ দেয়া হবে।
আতাইকুলা থানার ওসি মিজানুর রহমান বলেন, প্রচারণার সময় উভয়পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়েছে। এতে কিছুটা উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়েছিল। লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে দ্রুত আইন প্রয়োগ করা হবে।
উল্লেখ্য, আগামী ২৯ মে পাবনা সদর, ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা পরিষদের নির্বাচন হবে। এতে প্রথমবারের মতো ইভিএমে ভোটগ্রহণ হবে।
আপন দেশ/আরএন/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।