Apan Desh | আপন দেশ

নামাজরত অবস্থায় ইটচাপা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১১, ২৮ মে ২০২৪

নামাজরত অবস্থায় ইটচাপা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

ছবি: সংগৃহীত

নরসিংদী সদরের চরাঞ্চলে নামাজরত অবস্থায় ঘরের পাশে স্তূপ করে রাখা ইটের নিচে চাপা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ মে) সকালে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের ছগরিয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় মৃতরা হলেন, ছগরিয়াপাড়া এলাকার মৃত আক্কেল আলীর ছেলে কালু মিয়া (৭৫) ও তার স্ত্রী সবমেহের বেগম (৬০)।

মৃত কালু মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া জানান, ভোরে নামাজ আদায় করছিলেন তারা। টানা বৃষ্টিপাত ও ঝড়ের কারণে ঘরের পাশে ব্যবসায়ী আব্বাস ফকিরের বিশাল স্তূপ করে রাখা ইট ঘরের উপর ধসে পড়ে। এ সময় টিনের বেড়া ও চালা ভেঙে তাদের ওপর পড়ে। পরে আশপাশের লোকজন ইট সরিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল হক স্বপন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি। ঘটনার বিস্তারিত খোঁজখবর নিচ্ছেন। মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে ইট রাখা ওই ব্যবসায়ী আব্বাস ফকিরকে একাধিকবার মোবাইলে ফোনে কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

নরসিংদী সদর মডেল থানার ওসি মো. তানভীর আহমেদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। প্রতিবেশী ও নিহতের ছেলেরা মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়