ফাইল ছবি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন। আর তার অভিযোগ আপন ভাই পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জার বিরুদ্ধে। চেয়ারম্যান প্রার্থী হয়ে নিজের ভোটও দিতে পারেননি বলে দাবি করেছেন তিনি।
বুধবার (২৯ মে) সকালে নির্বাচনে অনিয়মের অভিযোগে ওবায়দুল কাদেরের বাড়ির দরজায় অবস্থান নেন দুই চেয়ারম্যান প্রার্থী। এ সময় শাহাদাত হোসেন নানান অভিযোগ তোলেন।
তার অভিযোগ, বসুরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাদের মির্জা সমর্থিত প্রার্থী গোলাম শরীফ চৌধুরী পিপুল (আনারস), তার প্যানেলের ভাইস চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ জসিম উদ্দিন (চশমা) ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তারের (ফুটবল) সমর্থক ছাড়া কাউকে কেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে না। কেন্দ্র থেকে অন্য প্রার্থীর এজেন্টদের বের করে দেয়া হচ্ছে।
আরও পড়ুন>> ‘দক্ষিণাঞ্চলে ভোটার উপস্থিতি কম’
সেতুমন্ত্রীর ছোট ভাই টেলিফোন প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেন বলেন, ‘আমার কেন্দ্রে আমি নিজেই ভোট দিতে পারিনি। আমার ভাই আব্দুল কাদের মির্জার নেতৃত্বে ওনার ছেলে, আমার ভাগিনারাসহ আমাদের এজেন্টদের কেন্দ্রে ঢুকতেও দিচ্ছেন না। আমার কর্মী-সমর্থকদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। কি ভোট করব এখানে? আব্দুল কাদের মির্জার নেতৃত্বে তারা কেন্দ্র থেকে সব লোক বের করে দিয়ে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে সব ব্যালটে আনারসের সিল মেরে কমপ্লিট করেছে।’
তিনি বলেন, ‘আব্দুল কাদের মির্জা নিজে একজন মেয়র, উনি নিজেই কেন্দ্রে কেন্দ্রে আমাদের লোকদের বের করে দিয়ে ব্যালটে সিল মারা আদেশ দিয়েছেন, নিজেও মেরেছেন। আমরা প্রশাসনকে জানিয়েছি। কিন্তু তারা কোনও পদক্ষেপ নেয়নি। গতকাল রাত থেকে আমাদের কর্মী-সমর্থকদের উপর হামলা শুরু হয়েছে। আমাদের সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হামলা চালানো হয়েছে। আমার এক কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। অনেক মানুষ ভয়ে ঘর থেকে বের হচ্ছেন না।’
পুনরায় নির্বাচন দাবি করে প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনারদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই মো. শাহাদাত হোসেন (টেলিফোন), বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সমর্থিত প্রার্থী গোলাম শরীফ চৌধুরী (আনারস), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান (দোয়াত–কলম) এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ওমর আলী (মোটরসাইকেল)।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।