Apan Desh | আপন দেশ

গুলিবিদ্ধ সেই চেয়ারম্যান মারা গেছেন

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪২, ৩১ মে ২০২৪

গুলিবিদ্ধ সেই চেয়ারম্যান মারা গেছেন

আতোমং মারমা

গুলিতে আহত সেই চেয়ারম্যান আতোমং মারমা মারা গেছেন। বৃহস্পতিবার (৩০ মে) দিবাগত মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। রাঙামাটির বিলাইছড়ির বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি।

গত ২১ মে রাতে তিনি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। আহত অবস্থায় প্রথমে তাকে বান্দরবানের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে বান্দরবান জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

বিলাইছড়ি থানার ওসি মোহাম্মদ আক্তার হোসেন বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আতোমং মারমা গতরাতে মারা গেছেন বলে খবর পেয়েছি।

গত ২১ মে বিলাইছড়ি উপজেলা পরিষদের নির্বাচন শেষে তিনি বড়থলি ইউনিয়নের বড়থলি মারমা পাড়ায় এক আত্মীয়ের বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। ওই সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। তিনি হাতে ও পায়ে গুলিবিদ্ধ হন। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়