ছবি: সংগৃহীত
চট্টগ্রামে ইসলামী ব্যাংকের লকার থেকে ১৪৯ ভরি স্বর্ণালংকার গায়েবের ঘটনায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী রোকেয়া আক্তার বারী। এতে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) চারজনকে অভিযুক্ত করেছেন তিনি। অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নিয়ে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠিয়েছে থানা পুলিশ।
সোমবার (৩ জুন) দিনগত রাতে রোকেয়া বারী অভিযোগটি দায়ের করেন। পুলিশ আজ মঙ্গলবার সকালে অভিযোগটি দুদকে পাঠায়।
অভিযুক্তরা হলেন- ইসলামী ব্যাংকের এমডি মোহাম্মদ মনিরুল মওলা, কোম্পানি সচিব জেকিউএম হাবিবুল্লাহ, চকবাজার শাখার ব্রাঞ্চ ম্যানেজার এস এম শফিকুল মাওলা চৌধুরী ও লকার ইনচার্জ মো. ইউনুস।
আরও পড়ুন>> ইসলামী ব্যাংকের লকার থেকে স্বর্ণালঙ্কার গায়েব
চকবাজার থানার ওসি ওয়ালী উদ্দিন আকবর বলেন, লকার থেকে সোনা চুরির অভিযোগের বিষয়ে ভুক্তভোগী রোকেয়া বারী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি দুদকের শিডিউলভুক্ত হওয়ায় থানায় মামলা রেকর্ড হচ্ছে না। আমরা অভিযোগটি আজকে (মঙ্গলবার) সকালে অফিসিয়ালি দুদকে পাঠিয়েছি।
এদিকে দুদক চট্টগ্রাম অফিসের উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত বলেছেন, ‘চকবাজার থানা থেকে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে একটি অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগটি ফাইলিং করার কাজ প্রায় শেষ পর্যায়ে। বিকেলেই আমরা ঢাকা হেড অফিস বরাবর তদন্ত অনুমোদনের জন্য পাঠিয়ে দেবো। হেড অফিস থেকে অনুমোদিত হয়ে আসতে দু-তিন দিনের মতো সময় লাগে। এরপরই আমরা তদন্ত শুরু করবো।’
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।