ছবি: সংগৃহীত
শেষ ধাপে হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচন চলছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে এবারও ভোটারের খরা দেখা যাচ্ছে। অলস সময় পার করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মাধবপুরের ডা. মহি উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এমন চিত্র দেখা যায়। ১ ঘণ্টা ২০ মিনিট সময় পার হলেও ওই কেন্দ্রের মহিলা ২নং বুথে একটি ভোটও পড়েনি। এ বুথে মোট ভোট সংখ্যা ২৮১টি।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হাবিবুর রহমান জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ভোটারদের উপস্থিতি এখনো বাড়েনি। মাঝেমধ্যে দুয়েকজন ভোটার এসে ভোট দিয়ে চলে যাচ্ছেন।
১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত মাধবপুর উপজেলায় মোট ভোটার রয়েছেন ২ লাখ ৭২ হাজার ৭৬৫ জন। এখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৪ জন।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।