Apan Desh | আপন দেশ

তীব্র যানজটে নাকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৪, ৫ জুন ২০২৪

তীব্র যানজটে নাকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দ এলাকা থেকে সোনারগাঁয়ের চৈতী এলাকা পর্যন্ত তীব্র যানজট। চট্টগ্রামমুখী লেনে চার কিলোমিটার জুড়ে এ সৃষ্টি হয়েছে। 

বুধবার (৫ জুন) সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সরেজমিনে গিয়ে এমন দৃশ্য দেখা যায়।

এক যাত্রী বলেন, যানজটের কারণে লাঙ্গলবন্দ ব্রিজ থেকেই গাড়ি আর সামনের দিকে যাচ্ছে না। কখন নাগাদ গন্তব্যস্থলে যেতে পারব জানি না।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক।

তিনি বলেন, ভোরের দিকে মহাসড়কের চৈতী এলাকায় একটি গাড়ি বিকল হয়ে যায়। এ কারণে মহাসড়কে যানবাহন চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে। তবে এরইমধ্যে রেকার দিয়ে ওই বিকল গাড়িটি সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ যানজট সাময়িক সময়ের জন্য। আশা করছি, খুব শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে।

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়