Apan Desh | আপন দেশ

ইউপিডিএফের অবরোধে বাঘাইছড়ির ভোট স্থগিত

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৬, ৮ জুন ২০২৪

আপডেট: ১৯:৩২, ৮ জুন ২০২৪

ইউপিডিএফের অবরোধে বাঘাইছড়ির ভোট স্থগিত

ছবি: সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়িতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ চলছে। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) অবরোধের মধ্যে উপজেলায় ভোট স্থগিত করছে নির্বাচন কমিশন (ইসি)। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

শনিবার (৮ জুন) ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমানের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামীকাল রোববার বাঘাইছড়ি উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল। নির্বাচনকে ঘিরে সকল প্রস্তুতিও শেষ করেছে কমিশন। এর আগে, ২৯ মে উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়। পরে ৯ জুন ভোটের নতুন তারিখ দিয়েছিল কমিশন।

অনিবার্য কারণে ভোট স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শিরীন আক্তার।

ইউপিডিএয়ের অবরোধ চলছে

বাঘাইছড়িতে ভোটের আগের দিন ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালন করছে পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ। সকাল থেকে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে খাগড়াছড়ি-সাজেক সড়কের বিভিন্ন অংশে অবস্থান করছেন সংগঠনটির নেতাকর্মী ও সমর্থকরা। দুপুর ১২টায় বাঘাইছড়ির সাত কিলোমিটার এলাকায় একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা।

ইউপিডিএফ রাঙামাটি ইউনিট প্রধান সংগঠক সচল চাকমা বলেন, ‘‘বাঘাইছড়ি উপজেলায় নির্বাচনী এজেন্টদের হুমকি ও নির্বাচনে প্রভাব খাটানোর জন্য সশস্ত্র ‘সন্ত্রাসী বাহিনী’ বাঘাইহাটে অবস্থান নিয়েছে। এ ঘটনার প্রতিবাদ, সন্ত্রাসীদের গ্রেফতারসহ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে অবরোধ পালন করা হচ্ছে।”

তিনি দাবি করেছেন, ‘শুক্রবার দুপুর দেড়টার দিকে তিনটি মাইক্রোবাসে করে ৫০ জনের একটি দল বাঘাইহাটে প্রবেশ করে। তারা এখন কেপিএমের পরিত্যক্ত অফিসে অবস্থান করছে।’

এছাড়া কয়েকদিন আগে থেকে প্রতিপক্ষ দলের লোকজন চেয়ারম্যান পদপ্রার্থী অলিভ চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমিতা চাকমার নির্বাচনী এজেন্টদের হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করেন এ ইউপিডিএফ নেতার।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়