ছবি: প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে একটি বেসরকারি ক্লিনিকে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই নবজাতকের বাবা ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করেছেন। গত মার্চ মাসে একই ক্লিনিকে নরমাল ডেলিভারির সময় আরও দুই নবজাতকের মৃত্যু হয়। পরপর তিন নবজাতকের মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী।
শনিবার (৮ জুন) ভোরে পৌরসভার জমজম স্পেশালাইজড হাসপাতালে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মারা যাওয়া ওই নবজাতক সাইদুর রহমান ও জিমু খাতুন দম্পতির সন্তান। তাদের বাড়ি নাটোরের লালপুর উপজেলার মাঝগ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ জুন জমজম হাসপাতালের চিকিৎসক নাফিসা কবীরের চেম্বারে আসেন ওই দম্পতি। চিকিৎসক ইসিজি ও আলট্রাসনোগ্রামসহ প্রয়োজনীয় পরীক্ষা করে জানান সব স্বাভাবিক আছে। শুক্রবার জিমুর প্রসব ব্যথা শুরু হলে মধ্যরাতে ওই ক্লিনিকে ভর্তি করানো হয়। ডা. নাফিসা কবীর পরীক্ষা-নিরীক্ষা করে জানান, সব স্বাভাবিক আছে। দুই ঘণ্টার মধ্যে নরমাল ডেলিভারির সম্ভাবনা আছে।
আরও পড়ুন>> রামেকে অপারেশনের ডেট পাওয়া যেন ‘সোনার হরিণ’
রাত তিনটার দিকে প্রসূতির তীব্র ব্যথা শুরু হলে তাকে ডেলিভারির জন্য অপারেশন থিয়েটারে নেয়া হয়। এ সময় ডা. নাফিসা হাসপাতালে ছিলেন না। নার্স ও আয়াদের দিয়ে ডেলিভারি করানো হয়। কিছুক্ষণ পর আমাকে বলা হয় মৃত সন্তান হয়েছে। পরে ডা. নাফিসা হাসপাতালে এসে একই কথা বলেন। পরে প্রসূতিতে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেলে ভর্তি করানো হয়।
সাইদুর রহমান বাদী হয়ে ওই হাসপাতালের মালিক ডা. নাফিসা কবীর, নার্স বা আয়া পারুল খাতুন, সাথী ও রাসেলের নাম উল্লেখ করে ঈশ্বরদী থানায় অভিযোগটি দায়ের করেন।
এ ব্যাপারে ক্লিনিকটির মালিক ও চিকিৎসক নাফিসা কবীর বলেন, বিষয়টি নিয়ে আমি পুলিশের কাছে বক্তব্য দিয়েছি। আপনারা ঘটনাটিকে পেচানোর চেষ্টা করছেন।
ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মালেকুল আফতাব বলেন, এ খবর পাওয়ার পর পরই ঘটনাস্থল পরির্দশন করেছি। সেখান থেকে এসে হাসপাতালের তিনজন চিকিৎসকের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত রিপোর্ট পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এনআর/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।