Apan Desh | আপন দেশ

মিয়ানমার থেকে দেশে ফিরলেন ৪৫ বাংলাদেশি

কক্সবাজারে প্রতিনিধি

প্রকাশিত: ১১:০৪, ৯ জুন ২০২৪

মিয়ানমার থেকে দেশে ফিরলেন ৪৫ বাংলাদেশি

ছবি: সংগৃহীত

মিয়ানমারে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৫ বাংলাদেশি। দেশটির নৌবাহিনীর জাহাজে করে দেশে ফিরেন তারা। সেই জাহাজেই এবার ফেরত যাবেন বাংলাদেশে আশ্রয় নেয়া দেশটির বিজিপি ও সেনাবাহিনীর ১৩৪ সদস্য।

রোববার (৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারে পৌঁছায় ওই জাহাজটি। এর আগে, এদিন সকালে মিয়ানমারের বিজিপি ও সেনাবাহিনীর ১৩৪ সদস্যকে কক্সবাজার পৌরসভার বিআইডব্লিউটিএর জেটিতে নিয়ে যাওয়া হয়।

গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের মহাপরিচালক মিয়া মো. মাঈনুল কবির জানিয়েছিলেন, ৪৫ বাংলাদেশিকে নিয়ে শনিবার মিয়ানমারের রাখাইন রাজ্যের সিতওয়ে থেকে যাত্রা করেছে দেশটির নৌবাহিনীর জাহাজ ইউএমএস চিন ডুইন। ওই জাহাজটিতেই বাংলাদেশে আশ্রয় নেয়া বিজিপি ও সেনা সদস্যদের ফেরত নিয়ে যাবে মিয়ানমার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন সময় মিয়ানমারের বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলেন এ ৪৫ বাংলাদেশি। এদের মধ্যে কক্সবাজার, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা রয়েছেন।

আরও পড়ুন>> পুলিশে পুলিশ খুনের লোমহর্ষক বর্ণনা দিলো প্রত্যক্ষদর্শী

এর আগে, গত ২৫ এপ্রিল মিয়ানমার থেকে কারাভোগ শেষে দেশে ফেরেন ১৭৩ বাংলাদেশি। একইসঙ্গে ওইদিন বাংলাদেশে আশ্রয় নেয়া ২৮৮ জন মিয়ানমারের বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠানো হয়।

এছাড়া গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশে আশ্রয় নেয়া ৩৩০ বিজিপি, সেনা ও কাস্টমস কর্মকর্তাকে ফেরত পাঠানো হয়েছিল।

এরপর গত ২৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত কয়েক দফায় আর ১৩৪ জন মিয়ানমারের বিজিপি ও সেনা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। গত ১২ মে কক্সবাজার সফরে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ জানিয়েছিলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসাদের মধ্যে কয়েকজন লেফটেন্যান্ট কর্নেল, দুজন মেজর পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন। যারা বিজিবির হেফাজতে আছেন।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়