Apan Desh | আপন দেশ

সীমান্তে বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৩, ৯ জুন ২০২৪

আপডেট: ১১:৩৭, ৯ জুন ২০২৪

সীমান্তে বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ

ফাইল ছবি

কুমিল্লার বুড়িচং সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার নাম আনোয়ার হোসেন (৫০)। বুড়িচং থানার ডিউটিরত কর্মকর্তা মো. জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (৯ জুন) সকাল ৮টার দিকে উপজেলার মিরপুর গ্রামের বাংলাদেশ-ভারতের ২০৬৫ (৮এস) নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে। হত্যার শিকার আনোয়ার ওই গ্রামের চারু মিয়ার ছেলে। 

আরও পড়ুন>> বাংলাদেশে ঢুকে ফের গুলি চালাল বিএসএফ

বিজিবি, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ভারত থেকে চোরাই পথে আনা চিনি বহনকারী শ্রমিক হিসেবে কাজ করতেন।

৬০ বিজিবির অধিনায়ক এএম জাবের বিন জব্বার জানান, সকালে আনোয়ার ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। ওই সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে।

বুড়িচং থানার ওসি আবুল হাসনাত খন্দকার বলেন, ‘সকালে আমরা ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে বলে জানতে পেরেছি। তার মরদেহ কাঁটাতার সংলগ্ন এলাকায় পাওয়া গিয়েছে। তবে কি কারণে এমনটা ঘটেছে তা আমরা এখনো জানতে পারিনি।’

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়