Apan Desh | আপন দেশ

সাতক্ষীরায় ঘর পাচ্ছে আরও ২৫০ পরিবার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৫, ৯ জুন ২০২৪

সাতক্ষীরায় ঘর পাচ্ছে আরও ২৫০ পরিবার

ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় পঞ্চম ধাপে ২৫০ ভূমি ও গৃহহীন পরিবার ঘর পেতে যাচ্ছে। আগামী ১১ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এসব ঘর হস্তান্তর করবেন। 

রোববার (৯ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

তিনি জানান, জেলার আশাশুনি ও সদর উপজেলায় ২৫০ ভূমি ও গৃহহীন পরিবার আশ্রয়ণ প্রকল্পের ঘর পাবেন। এর মধ্যে আশাশুনির ১৪০ এবং সদরে ১১০ দ্বিকক্ষ বিশিষ্ট একক ঘর। পঞ্চম ধাপে আশাশুনি উপজেলার মাধ্যমে সাতক্ষীরা জেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ইতোমধ্যেই জেলায় তিন হাজার ২২৭ ভূমি ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

আপন দেশ/ফিএইচ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়