ছবি: সংগৃহীত
যশোরের মনিরামপুরে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের চাপায় পথচারীসহ দুইজনের মৃত্যু হয়েছেন। এতে ট্রাক চালক নুরুল ইসলাম আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার (১০ জুন) সকাল সাড়ে ৭টার দিকে বাধাঁঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাধাঁঘাটা গ্রামের বাসিন্দা আব্দুর রহমান (৭০) এবং দুর্ঘটনা কবলিত ওই ট্রাকের হেলপার ঝান্টু মিয়া (৪৮)। তার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওভাটা গ্রামে। আহত ট্রাক চালক গাজীপুর থানার উত্তরদাড়িয়াপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ মামুন জানান, সকাল সাড়ে ৭টার দিকে যশোর থেকে চুকনগর যাচ্ছিল পানির ট্যাংক ভর্তি ট্রাক। মনিরামপুরের বাধাঁঘাটা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায় ট্রাকটি। এতে বেপারী রাইস মিলের গেটের পাশে দালান ঘর ও বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়।
এ সময় স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান সড়কের পাশে বসে গল্প করছিলেন। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকেও চাপা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে হেলপার ও আব্দুর রহমান মারা যায়।
চালক নুরুল ইসলাম বলেন, গাজীপুর থেকে শ্যামনগরের যাওয়ার পথে নিয়ন্ত্রন হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ঝান্টু মিয়া এ ট্রাকের মালিক।
মনিরামপুর থানার উপ-পরির্দশক (এসআই) লিটন বিশ্বাস বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।